বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় বাংলাদেশিকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:০১ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:০১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বাংলাদেশিকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৫

মালয়েশিয়াতে সোহেল রানা (৩৯) নামে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের ঘটনায় চার বাংলাদেশি নারী-পুরুষ ও একজন মালয়েশিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দৈনিক পত্রিকা সিনার হারিয়ান এই তথ্য প্রকাশ করে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অপহরণকারীরা গত ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১-এর পাসার মিনি মার্কেটের সামনে থেকে সোহেল রানাকে অপহরণ করা হয়। অপহরণের পর দেশে তার স্বজনদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমন অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে স্থানীয় পুলিশ।

অপহরণকৃত চক্রের সদস্যদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬) মো: জসিম (৩২) ও তার স্ত্রী মালয়েশিয়ান নাগরিক ফরিদাহ জিয়া স্লি রমেশ (২৭)।

এদের বিরুদ্ধে স্থানীয় অপহরণ বিরোধী জাতীয় আইন ১৯৬১-এর ৩য় ধারার (ক) উপধারায় অভিযোগ দায়ের করেছে মালয়েশিয়া পুলিশ। ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে রাষ্ট্রীয় আইন অনুসারে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দোররা মারার আদেশ দিতে পারে আদালাত।

সম্পর্কিত পোস্ট