মালয়েশিয়ায় অন্য বাংলাদেশির পাসপোর্ট ব্যবহার করে কভিড-১৯ ’র টিকা নিতে যাওয়ায় মিজানুর রহমান (২৬) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছে দেশটির ম্যাজিস্ট্রেট আদালত।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, অভিযুক্ত মিজানুর রহমান অন্য বাংলাদেশির পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে কভিড-১৯ এর টিকা নিতে আসেন। প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রবাসীকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির ম্যাজিস্ট্রেট আদালত। দেশটির রাষ্ট্রীয় দণ্ডবিধির ৪১৯ ধারায় এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সাত বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ম্যাজিস্ট্রেট নরজালিজা তেসমিনের জারিকৃত আদেশ ও মামলার তথ্য বিবরণীতে জানা যায়, মিজানুর রহমান গত ১৩ সেপ্টেম্বর দেশটির নেগারি সেম্বিলান রাজ্যের নিলাইয়ের একটি টিকা কেন্দ্রে কভিড-১৯ টিকা নিতে গিয়ে অন্য বাংলাদেশির পাসপোর্ট ব্যবহার করেন। প্রতারণা করে নিজেকে সাদ্দাম হোসেন দাবি করেন। যার পাসপোর্ট নাম্বার (বিওয়াই ০৯৩৪৯৪৩)।মামলার নথি পাঠকালে অভিযুক্ত প্রবাসী দোষ স্বীকার করে। একই সাথে তার মালয়েশিয়ায় প্রবেশের জন্য বৈধ পাস না থাকার বিষয়টিও স্বীকার করেন।