রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়ায় দাগনভুঞা প্রবাসী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৪:২২ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৪:২২ অপরাহ্ণ
মালয়েশিয়ায় দাগনভুঞা প্রবাসী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়াস্থ দাগনভুঞা উপজেলা প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে দাগণভুঞা প্রবাসী ফোরাম মালয়েশিয়া শাখা। রবিবার (১৭ এপ্রিল) কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দাগনভুঞা প্রবাসী ফোরাম মালয়েশিয়ার সভাপতি মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে এবং প্রবাসী ফোরাম এর সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল হামিদের সঞ্চালনায় ইফতার মাহফিলটি দাগনভুঞা বাসীদের মিলনমেলায় পরিণত হয়।

এসময় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, দাগনভুঞা প্রবাসী ফোরাম মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব মালয়েশিয়ার আহবায়ক জহিরুল ইসলাম হিরণ, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট বেলাল হোসেন।

এসময় প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ রিয়াদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রিয়াজ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রাহী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু নোমান পায়েলসহ দাগনভুঞা উপজেলার অন্যান্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট