শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

মালয়েশিয়ায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

প্রকাশ: ১ এপ্রিল ২০২২ | ৩:৫২ অপরাহ্ণ আপডেট: ১ এপ্রিল ২০২২ | ৩:৫২ অপরাহ্ণ
মালয়েশিয়ায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

মালয়েশিয়ায় জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। করোনা মহামারির কারণে দুই বছরেরও বেশি সময় মুসল্লিরা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেননি। দীর্ঘদিন পর বিধিনিষেধ প্রত্যাহার করে দেশটির সরকার।

জাতীয় মসজিদ নেগারাসহ দেশের প্রায় সব মসজিদেই মুসল্লিদের ঢল নামে। আজানের আগে থেকেই মসজিদগুলোয় জড়ো হতে থাকেন মুসল্লিরা। প্রায় প্রত্যেকটি মসজিদেই ভেতরে জায়গা না পেয়ে বাইরের আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

এ সময় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, জাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করেন সবাই। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সংলাপ-০১/০৪/০০৬/আ/আ

সম্পর্কিত পোস্ট