রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২ | ৩:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ | ৩:৫৯ অপরাহ্ণ
মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য কমিউনিটির সব নেতা ও সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ২য় সচিব সুমন চন্দ্র দাশ।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের কাম্পুংবারু মারাকেস রেস্টুরেন্টে মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহবান করেন।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সোনর খান রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাশা ইউনিভার্সিটির প্রফেসর ড. নাজমুল হাসান মাজিজ, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার উপদেষ্টা তুয়ান আনোয়ার, তুয়ান সাফওয়ান, তুয়ান হাফিজ, কমিউনিটি নেতা রাশেদ বাদল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মহসিনুল কুদ্দুছ।

ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। প্রবাসীরা অর্থনীতির চাকাকে গতিশীল ও ত্বরান্বিত করেছেন। প্রবাসীরা যেমন কর্মক্ষেত্রে নিজেদের সাফল্য ধরে রাখছেন, তেমনি প্রবাসে সৃজনশীলতা চর্চায়ও অনন্য অবস্থান তৈরি করছেন।

প্রবাসী হওয়া সত্ত্বেও তাদের সেই সৃজনশীল চর্চায় একটুও চিড় ধরেনি। বরং সৃজনশীলতা চর্চাকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতো যতো সংগঠন রয়েছে সবাইকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।

এসময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও অ্যাসোসিয়েশনের সজিদ খান, আলী আমজাদ খান, হারুন রশিদ, আব্দুর রব, সালমান চৌধূরী, মকবুল হোসেন, আবু তাহেরসহ সাংবাদিক, কমিউনিটি ও সংগঠনের নেতারা।

সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরি করার আহ্বান জানান বক্তারা। ইফতার মাহফিলে দেশ, জনগণ ও বিশ্বজুড়ে থাকা সকল মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

সম্পর্কিত পোস্ট