শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়ায় ‌আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১:৩০ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১:৩০ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ‌আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘সুন্দর আগামীকালের জন্য আজ লিঙ্গসমতা দরকার’ এই অভিপ্রায় নিয়ে মালয়েশিয়ায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। মঙ্গলবার (৮ মার্চ) কুয়ালালামপুরের মেরি জেনে রেস্টুরেন্ট ফুল দিয়ে সাজানো গোলাপী এক রেস্টুরেন্ট ‘মেরী জেন’ এ এগারো জন নারীর সমন্বয়ে দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন- নুসরাত শামরীন, আর তানজিরা নূর আর তাহমিনা বারী রিনি। প্রবাসে কর্মব্যস্ত নারীরা কিছু সময়ের জন্য কাজকে ছুটি দিয়ে নিজেদের এই দিনটি উদযাপনে মেতে উঠেছিলেন। তারা বেগুনী সাজে সজ্জিত হয়ে একে অপরকে উপহার বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানান।

এদিকে নারী দিবসে রেডলাইভ অনলাইন পোর্টালে নারী উদ্যোক্তা রেডলাইভ এডিটর তাহমিনা বারির উপস্থাপনায় রাত ৯টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী নারীরা।

এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন জোর করে হয় না বরং যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হয়। নারীরা যত শিক্ষিত হবে সমাজ তত দ্রুত এগোবে। তবে নারী উন্নয়ন ব্যতীত সমাজের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে নারীরা। দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখছে নারীরাই। যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

আরও বক্তব্য দেন- সিঙ্গার ড. মহুয়া রায় চৌধূরী, ইউটি এ আর মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. রুবিনা বাহার, ইউনিভার্সিটি অব মালয়ার সিনিয়র লেকচারার ড. তানিয়া ইসলাম, এআই এম এসটি মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের সিনিয়র লেকচারার ড. তাহমিনা মনোয়ার, নারী উদ্যোক্তা মালয়েশিয়া সাকেরা হায়াত খান, ফার্মাসিস্ট নিয়ান সাহা, ইউনিভাসিটি অব মালয়ার রিসার্চারআশা হোসেন, নারী উদ্যোক্তা মালয়েশিয়া হিউমিনি রহমান তন্দ্রা। এসিএলসি অফ মালয়েশিয়ার শিক্ষক নুশরাত শামরিন প্রমুখ।

সংলাপ /০৩/০৯/০০৫ আ/আ

সম্পর্কিত পোস্ট