বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রকাশ: ৮ আগস্ট ২০২২ | ৬:২০ অপরাহ্ণ আপডেট: ৮ আগস্ট ২০২২ | ৬:২০ অপরাহ্ণ
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সানওয়ে জিওর বাংলাদেশি অভিজাত রেস্টুরেন্ট স্টার কাবাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমন্ত্রিত শিল্পী ছিলেন, এস এস এম খুররম, ফাহিম রহমান ও সারিকা পারভিন। এছাড়া এমবিএফ পরিবারের সদস্য শিল্পীদের মধ্যে ছিলেন ড. মহুয়া রয় চৌধুরী, ড. লুবনা আলম, শাহেদ পারভেজ, আঞ্জুমানারা, সুমাইয়া, সারাফ, মমো এবং প্রণয় কুমার চৌধুরী।

নৃত্যের ছন্দে প্রবাসে থেকেও হারিয়ে যায় দেশীয় সংস্কৃতির মধুর মূর্ছনায়। শিল্পীদের মনমাতানো পরিবেশনায় কেউ বুঝতেই পারেনি ঘড়ির কাঁটা কখন ১২টায় পৌঁছে গেছে। অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত চলতে থাকে।

এমবিএফএর নির্বাহী সদস্য জাফর ফিরোজের অনুষ্ঠান উপস্থাপনায় বক্তব্য দেন এমবিএফএর প্রেসিডেন্ট নিসার কাদের ও আহবায়ক, এমবিএফএর ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বাংলাদেশ কমিনিউটির বিভিন্ন পরিবার যোগদান করে।

সম্পর্কিত পোস্ট