
মালয়েশিয়ায় বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে দেশটির কেলাব দারুল এহসানের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কালচারাল নাইট অনুষ্ঠিত হয়।
এমবিএফএয়ের প্রেসিডেন্ট প্রফেসর মেজর (অবঃ) ড. এম এ বাসারের সভাপতিত্বে জাফর ফিরোজ ও তিয়াসা কাবিজের সঞ্চালনায় এইসময় জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া চ্যাপ্টারের সভাপতি ড. গাজালী বিন আব্দুর রহমান, বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, ফখরুল ইসলাম শোভা, ড. শঙ্কর চন্দ্র পোদ্দার, নিসার কাদের, আওয়াল হোসেন রাজন, সাঈদ যাবেদ, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ মাওলা, ড. মহুয়া রয় চৌধুরী, মো মুশফিকুর রহমান রিয়াজ, ড. আলী তারেক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর মেজর (অবঃ) ড. এম এ বাসার বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদ ও মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বর্তমান প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তার ভূমিকার কথা তুলে ধরেন। দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এক হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান।
আলোচনা শেষে শুরু হয় কালচারাল নাইট। এতে অংশ নেয়, মালয়েশিয়া প্রবাসী শিশু-কিশোররা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, মালয়েশিয়ান ও বাংলাদেশি প্রফেশনালদের পরিবার। তাদের অংশগ্রহণে দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে বলে আশা করি হয়।

অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। বাংলাদেশি শিশু-কিশোরদের চমৎকার পারফরমেন্সে দর্শকরা মুগ্ধ ও অভিভূত হন। দেশের সমৃদ্ধি, শান্তি ও ঐক্য কামনা করে সভাপতি সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে তরুণ চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক জাফর ফিরোজের গীতিকাব্য আবছায়া ও ঢালী আরিফর দ্য কিয়ামাহ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বিশেষ কৃতিত্ব অর্জন করার জন্য জাফর ফিরোজ ও ড মহুয়া রায়কে সম্মানজনক সার্টিফিকেট দেওয়া হয়।
সংলাপ-২৮/০৩/০১৪/আ/আ