সামাজিক সংগঠন প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশি মালিকানাধীন রোড ৬৬ রেস্টুরেন্টে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন সাইফুলের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ সোহেল রানা, দূতাবাসের কল্যাণ সহায়ক আল-মামুন পাঠান, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মীর সাইফুল ইসলাম, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর সভাপতি এবং সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী দুলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাদিউল ইসলাম, প্রবাসী সাংবাদিক মাহমুদুল হাসান কালাম, দৈনিক নয়াদিগন্ত মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক অনিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবাসী সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এন বিএলমানি ট্রান্সফার (মালদ্বীপ) ও ইউএস-বাংলার এয়ারলাইন্স মালদ্বীপের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ মালদ্বীপের প্রবাসী শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সামাজিক সংগঠনের নেতারা।