শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মালদ্বীপ আ.লীগের কমিটি বিলুপ্ত

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ৩:২৫ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ৩:২৫ অপরাহ্ণ
মালদ্বীপ আ.লীগের কমিটি বিলুপ্ত

কেন্দ্রীয় কমিটির অনুমোদন না থাকায় মালদ্বীপ শাখা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন স্বাক্ষরিত লিখিত বক্তব্যের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সোমবার (৭ নভেম্বর) মালদ্বীপের রাজধানীর মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে সংগঠনের সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মালদ্বীপে গত বছরের ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে অস্থায়ীভাবে মালদ্বীপ শাখা আওয়ামী লীগ কমিটির একটি খসড়া আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। সেই কমিটির ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো অনুমোদন নেই। এ ছাড়া সেই কমিটির অনেকেই বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এসব কারণে সংগঠনের সভাপতি দুলাল মাদবরের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে।

এ সময় আরও বলা হয়, মালদ্বীপ শাখা আওয়ামী লীগের কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে দ্রুতই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে সংগঠনের সবার উপস্থিতিতে ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির খসড়া তৈরি করা হয়। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনকে নির্বাচিত করা হয়।

সম্পর্কিত পোস্ট