বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মালদ্বীপে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ৬ আগস্ট ২০২২ | ১:২৩ অপরাহ্ণ আপডেট: ৬ আগস্ট ২০২২ | ১:৩৯ অপরাহ্ণ
মালদ্বীপে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

এ উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, তরুণ ও যুব সমাজকে শেখ কামালের জীবনী অনুসরণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সুন্দর জীবন গঠন করার আহবানা করেন।

শেখ কামালসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সম্পর্কিত পোস্ট