শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মালদ্বীপে রমজানে ক্যাফে-রেস্তোরাঁ খোলার সময়সূচি

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ২:৪৪ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২২ | ২:৪৪ অপরাহ্ণ
মালদ্বীপে রমজানে ক্যাফে-রেস্তোরাঁ খোলার সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে মালদ্বীপে ক্যাফে, রেস্তোরাঁ ও দোকানপাট খোলা ও বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে এ সময়সূচি জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাফে, রেস্তোঁরা ও অন্যান্য খাবারের প্রতিষ্ঠানগুলো সন্ধ্যা সাড়ে পাঁচটায় খোলার অনুমতি দেওয়া হবে। রমজানের সময় ভোর ৩টা পর্যন্ত চালু রাখা যাবে। এই নির্দেশনা শুধুমাত্র শাওয়াল মাসের প্রথম ৭ দিনেও প্রযোজ্য হবে।

এদিকে দোকানপাট সকাল সাড়ে পাঁচটা থেকে রাত ১টা পর্যন্ত খোলা রাখতে পারবে। দোকানের সময় পরিবর্তন চলতি মাসের ২০ মার্চ থেকে কার্যকর হবে। এটি পুরো রমজান ও শাওয়ালের ৭ তারিখ পর্যন্ত চলবে।

দেশের বেশিরভাগ দোকান প্রতিদিন রাত ১১টা পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকে আর খাবারের দোকান মধ্যরাত ১টা পর্যন্ত খোলা থাকে।

সূত্র: ভয়েস ডট এমভি

সংলাপ-১৬/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট