বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৭:৫৯ অপরাহ্ণ
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মালের মাগিরি হোটেলের ফারু রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ খলিল।

বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র সচিব এইচ-ই আব্দুল গোপুর মোহাম্মদ, যুগ্ম সচিব এইচ-ই আহমেদ সালিম, যুগ্ম সচিব ফাতিমা গহিনা, পররাষ্ট্র সচিব (মাল্টিলেটারাল) হালা হামিদ, দেশটিতে অবস্থিত সব দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিসহ মালদ্বীপের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আজাদ ইফতার মাহফিলে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, সিআইপি মোহাম্মদ সোহেল রানাসহ প্রবাসী বাংলাদেশি শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা।

সবশেষে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সম্পর্কিত পোস্ট