প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ৬:২৪ অপরাহ্ণ আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ৬:২৪ অপরাহ্ণ
মালদ্বীপের রাজধানী মালেতে ফয়সাল ইমরান নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার রাতে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয় তার।
ফয়সাল ইমরান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হারুন মিয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বাড়িতে তার পরিবারসহ সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।
জানা যায়, ফয়সাল বুধবার রাতের খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ঘুমাতে যান। পরে তিনি স্ট্রোক করলে সহকর্মীরা তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।