মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে প্রথমেই প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য রাখেন ডা. মোক্তার আলী লস্কর। বিশেষ অতিথি মেসবাহ উদ্দিন তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনী এবং তার স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ ও দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথি জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শিশু-কিশোর এবং যুবকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন।
আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে কেক কেটে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে হাই কমিশনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কেক কাটাসহ পুরস্কার বিতরণ করা হয়।
সংলাপ-১৮/০৩/০০১/আ/আ