মালদ্বীপে বসবাসরত ফেনী জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে গত শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মালে লন্ডন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মো. দুলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো. জাকির হোসেন, কেএল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মো. কুদ্দুস।
এছাড়াও গুড ফুডস মালদ্বীপের ম্যানেজার মো. সবুর তালুকদার, বাংলার মুখ নিউজের মালদ্বীপ প্রতিনিধি মো. রবিউল আলম, নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি, মো. ওমর ফারুক অনিক, জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি মো. মাহমুদুল হাসান কালাম, ফেনী জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মো. দাউদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান অনিক, সিনিয়র সদস্য আমান উল্লাহ আমান, মো. নুর আলম, মো. আলাউদ্দীন ইমন, অমিও চৌধুরী বাপ্পি, মো. জহির, মো. আলাউদ্দিন সহ মালদ্বীপস্থ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা।
সবশেষে বিশ্বের সকল মুসলিম ও দেশ-বিদেশের সকল মুসলিম প্রবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস।