এন.বি.এল. মানি-ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে এন.বি.এল. কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালের সিপটন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভা এন.বি.এল.মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের সিইও মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্টদূত মো. সোহেল পারভেজ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ, গ্লোবাল বিচ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও দ্বিতীয় বার নির্বাচিত সি.আই.পি. আলহাজ্ব মো. সোহেল রানা, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী, শিক্ষা উদ্যোক্তা ও মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান আহমেদ মোত্তাকি, প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, প্রবাসী ডাক্তার মোক্তার আলী লস্কর।
এ মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা মালদ্বীপের প্রবাসীদের রেমিটেন্সের পাঠানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মালদ্বীপের প্রবাসীরা যেন রুপিয়াতে বাংলাদেশ টাকা পাঠাতে পারে ন্যাশনাল ব্যাংকের কাছে সেই অনুরোধ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মালদ্বীপ শাখার সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর, এন.বি.এল.মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিনিয়র কমকর্তা মো. হায়দার আলী সাবু, ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম, মো. বাবুল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. জহিরুল ইসলাম, আলতাফ হোসেন, আলিম দুরানি, প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা।
সংলাপ-১৪/০৩/০০৮/আ/আ