মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

মালদ্বীপে এনবিএলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ৫:২৪ অপরাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২২ | ৫:২৪ অপরাহ্ণ
মালদ্বীপে এনবিএলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রাইভেট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (১১ মার্চ) প্রতিষ্ঠানটির কার্যালয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির ডিরেক্টর মো. হান্নান খান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিএল মানি ট্রান্সফার (মালদ্বীপ) লিমিটেডের সিও মো. মাসুদুর রহমান।

এনবিএলের সিনিয়র কর্মকর্তা মো. হায়দার আলী সাবু সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালদ্বীপ মদিনা জামাতের আহবায়ক মোহাম্মদ আলামিন।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় গ্রাহকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি মো. মেহমুদ হোসেন বলেন, প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে লাখে ২ শতাংশ থেকে বাড়িয়ে প্রণোদনা ২.৫ শতাংশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকিং সেক্টরের ন্যাশনাল ব্যাংক প্রবাসীদের সবচেয়ে বেশি সেবা দিয়ে যাচ্ছে। প্রবাসীদের সুবিধার্থে আমরা নতুন নতুন স্কিম চালু করেছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. আলিম দুরানী, মো. রবিউল আলম, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

গ্রাহক সমাবেশে উপস্থিত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের এনবিএলের টিশার্ট উপহার দেওয়া হয়। নৈশভোজে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংলাপ-১২/০৩/০০১/আ/আ

সম্পর্কিত পোস্ট