প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ৭:১১ অপরাহ্ণ আপডেট: ১৭ জুলাই ২০২২ | ৭:১১ অপরাহ্ণ
মালদ্বীপে অসুস্থ আইয়ুব নবী নামের এক প্রবাসীকে দেশে আসার জন্য বিমানের টিকেট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস অসুস্থ ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে ওয়েজ ওর্নার্স কল্যাণ তহবিল হতে এই টিকেট হস্তান্তর করেন দূতাবাসের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
এ সময় আইয়ুব নবীসহ মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল প্রবাসীদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া, রোগমুক্তি কামনা ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করারও আহবান জানান। এইসময় হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইয়ুব নবী দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে মালদ্বীপের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।