প্রকাশ: ৪ মার্চ ২০২২ | ৬:৫৭ অপরাহ্ণ আপডেট: ৪ মার্চ ২০২২ | ৬:৫৭ অপরাহ্ণ
মালদ্বীপে গুরুতর অসুস্থ বাংলাদেশি আবুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের পক্ষ থেকে বিমানের টিকিট দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ বাশারের কাছে টিকিট হস্তান্তর করেন। বাশারের দেশের বাড়ি ফরিদপুরে চরভদ্রাসনে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ বলেন, প্রতিনিয়ত আবুল বাশারের রক্তক্ষরণ হচ্ছে। এখন পর্যন্ত তার কোনো রোগ ধরতে পারেনি মালদ্বীপের চিকিৎসকরা। তার উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবার জন্য বাবা-মার কাছে ফিরে যাওয়ায় উত্তম।
সংলাপ ০৪/০৩/০০৫ আজিজ