মালদ্বীপের কারাগারের বন্দি বাংলাদেশিদের খবর নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গত সোমবার (২১ মার্চ) মালদ্বীপের মাফুসী জেলখানা পরিদর্শন করে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ বাংলাদেশিদের খবর নেন।
এ সময় তিনি বন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মো. জসিম উদ্দিন।
উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি মালদ্বীপের মাফুসী জেলে অবস্থানরত কারাবন্দি প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ বস্ত্র হস্তান্তর করেন। সে সময় হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ওমালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংলাপ-২৩/০৩/০০৫/আ/আ