লিওনেল মেসি, সের্জিও বুসকেতস ও জর্দি আলবাদের দলে টেনে চমক দেখানো ইন্টার মায়ামির নজরে ছিলেন আরেক সাবেক বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তাও। তবে আপাতত মেসি ও ইনিয়েস্তার মিলন হচ্ছে না মেজর সকার লিগের এই ক্লাবটিতে। সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের দল এমিরেটস ক্লাব এফসিতে যোগ দিতে যাচ্ছেন ইনিয়েস্তা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, রাস আল-খাইমাহ শহরের ক্লাব এমিরেটস ক্লাব এফসির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করতে এরমধ্যেই দুবাই পৌঁছেছেন ইনিয়েস্তা। আপাতত ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। তবে দুই পক্ষের সম্মতিতে আরও এক বছর বাড়ানোর বিকল্প থাকছে চুক্তিতে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
বর্তমানে একজন ফ্রি এজেন্ট ইনিয়েস্তা। মাস খানেক আগেই জাপানি ক্লাব ভিসেল কোবেকে বিদায় জানিয়েছেন তিনি। তবে বুট জোড়া তুলে না রেখে আরও কিছু দিন খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
ভিসেল কোবে ছাড়ার পর ইনিয়েস্তাকে দুই বছরের জন্য চেয়েছিল মায়ামি। সেক্ষেত্রে সাবেক বার্সা সতীর্থ মেসির সঙ্গে পুনরায় মিলিত হতে পারতেন। তবে তার পরিবর্তে এশিয়ায় থাকা এবং সংযুক্ত আরব আমিরাত প্রো লিগ ক্লাবকে বেছে নিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের ২০২৩/৩৪ মৌসুমে আগামী ১৯ আগস্ট আল-ওয়াসলের বিপক্ষে যাত্রা শুরু করবে এমিরেটস ক্লাব এফসি।