বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

মানের হাতে ব্যালন ডি’অর দেখছেন লিভারপুল কোচ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২ | ৬:০৯ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ | ৬:০৯ অপরাহ্ণ
মানের হাতে ব্যালন ডি’অর দেখছেন লিভারপুল কোচ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হারায় লিভারপুল। প্রথমার্ধে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ভিয়ারিয়ালের জালে বল ভিড়িয়েছে অল রেডসরা

ম্যাচের প্রথম গোলটিই আসে সাদিও মানের পা থেকে।

প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে রয়েছেন লিভারপুলের এই সেনেগাল ফরোয়ার্ড। তাই তার হাতে ব্যালন ডি’অর দেখছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

ক্লপ বলেন, ‘লিভারপুল যদি ২০২১-২২ মৌসুমে আরো শিরোপা জেতে, তাহলে ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হবে মানে। ’

ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেও সন্তুষ্ট নন ক্লপ। পরবর্তী লেগে আরও ব্যবধান বাড়িয়ে ফাইনাল নিশ্চিত করতে চান তিনি। লিভারপুল কোচ বলেন, ‘প্রথম লেগের মতোই দ্বিতীয় লেগটি খেলতে হবে আমাদের। আমরা ২-০ তে এগিয়ে আছি। তবে ওদের মাঠে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা দেখেছি এই দলটি (ভিয়ারিয়াল) তাদের কোচের জন্য লড়াই করে। আমি নিশ্চিত, ফাইনালে যেতে তারা প্রাণপণ চেষ্ট করবে। ’

সম্পর্কিত পোস্ট