শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মাদ্রিদে সিলেট জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ | ৩:১৮ অপরাহ্ণ
মাদ্রিদে সিলেট জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্পেনে প্রবাসী বাঙালিদের অন্যতম আঞ্চলিক সংগঠন সিলেট জেলা অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি যোগ দেন এ ইফতার উৎসবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ধর্মীয় আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার দেশ রেস্তোরায় বসেছিল প্রবাসী সিলেটবাসীর মিলনমেলা।

আলোচনা সভায় বক্তারা, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটি কর্তৃক সুন্দর এই মিলনমেলা আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তারা বলেন, আগামীতে নতুন কমিটি গঠনের মাধ্যমে নিজ এলাকার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় হবে। পাশাপাশি নবগঠিত কমিটি বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করে কমিউনিটিতে আরও বেশি অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক সেলিম আলমের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য কবির আল মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, আব্দুল মুন্তাকিম মুজাক্কির, সোহেল আহমদ সামছু, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গৌছ উদ্দিন, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আমিনুর রশীদ রাজু, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আসাদুর রাহমান সাদ, তামিন চৌধুরী, আফসার হোসেন নিলু, সাইফুল মুন্সি ইকবাল, সাইফুর রহমান লিটন ও আসাদ আলী প্রমুখ।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বৃহত্তর সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহবায়ক ফয়জুর রহমান (বড় ভাই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ অফিস সম্পাদক এমদাদুল হক, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য সিদ্দিকুর রাহমান, দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সেক্রেটারি লিয়াকত আলী, গ্রেটার সিলেটের কাওসার হোসাইন টিপু, হুমায়ুন কবির রিগ্যান ও সামছুল ইছলামসহ অন্যান্য নেতারা।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।

সম্পর্কিত পোস্ট