বাংলাদেশের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) আবুধাবি দূতাবাস ও কনস্যুলেটের আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। রোববার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই চলমান এক্সপো ২০২০ এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও জাতিসংঘের আয়োজনে আলোচনা সভা এবং বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এদিকে, ছুটি চলাকালে দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।