শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাঠে সংঘর্ষে জড়ালেন সিআরসেভেন

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২ | ১২:১৬ পূর্বাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২২ | ১২:১৬ পূর্বাহ্ণ
মাঠে সংঘর্ষে জড়ালেন সিআরসেভেন

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে অ্যাস্টন ভিলার মাঠে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড (১-৩)। ম্যানইউর অধিনায়ক হিসেবে এদিন মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সুখকর হয়নি তার অধিনায়কত্ব পর্ব। দলের হারে উল্টো মেজাজ বিগড়ে গিয়েছিল সিআরসেভেনের। ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার টাইরন মিংসের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন রোনালদো।

ম্যাচের প্রথমার্ধেই ৩-১ গোলে পিছিয়ে পড়া ম্যানইউ আর ফিরতে পারেনি লড়াইয়ে। রোনালদোর সঙ্গে টাইরন মিংসের সংঘর্ষের ঘটনা ঘটে ম্যাচের ৫৯ মিনিটে।

অ্যাস্টন ভিলার বক্সের কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়েছিলেন রোনালদো ও টাইরন মিংস। বল ক্রস করার অপেক্ষায় ছিলেন ম্যানইউর আলেজান্দ্রো গারাঞ্চ। এর ঠিক আগেই জার্সি ধরে টানাহেঁচড়া শুরু করেন রোনালদো ও টাইরন। এক পর্যায়ে টাইরনের মাথায় চেপে ধরেন পর্তুগিজ উইঙ্গার।

তাৎক্ষণিকভাবে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। কী ঘটনা ঘটেছিল তা দেখতে ভিএআরের সাহায্যও নেন তিনি। খুব বেশি গুরুতর নয় বলে হলুদ কার্ডেই দুজনকে শাস্তি দিয়ে ম্যাচ শুরু করা হয়।

সম্পর্কিত পোস্ট