শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

মহেশপুর সীমান্ত থেকে ২ দালালসহ ২২ নারী-পুরুষ ও শিশু আটক

প্রকাশ: ৩০ মে ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ আপডেট: ৩০ মে ২০২২ | ৪:৪৮ অপরাহ্ণ
মহেশপুর সীমান্ত থেকে ২ দালালসহ ২২ নারী-পুরুষ ও শিশু আটক

ঝিনাইদহের মহেশপুর ভারতীয় সীমান্ত থেকে দুই দালালসহ ২২ নারী জনকে আটক করেছে ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয় নারী ও ১০ শিশু রয়েছে। ২৯ মে রোববার রাত ৮টার সময় যাদবপুর দালালসহ বিওপির টহল দল ভারতীয় সীমান্ত পিলার ৫১ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাংঙ্গা গ্রামের মাঠের মধ্যেহতে তাদের আটক করা হয়। এসময় তাদের বহনকারী দুইটি ইুজবাইক জব্দ করা হয়। আটককৃতরাা নড়াইল, বাগরহাট, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকা বাসিন্দা। এছাড়া সহায়তাকারী দালাল শাকিল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও বরকত আলী একই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। আটক সকলের বিরুদ্ধে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা এবং সহায়তার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

মহেশপুর ব্যটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক সোমবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

সম্পর্কিত পোস্ট