আসছে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচন কে সামনে রেখে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মীরসরাইয়ে নতুন চার মুখ নিয়ে ১৬ ইউনিয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে তাদের নাম চূড়ান্ত ভাবে প্রকাশ করা হয়।
মীরসরাইয়ে নৌকার প্রতীক পেলেন যারা: করেরহাট ইউনিয়নে- এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউনিয়নে মোঃ সোনা মিয়া, জোরারগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম মাষ্টার, ধুম ইউনিয়নে একেএম জাহাঙ্গীর, ওসমানপুর ইউনিয়নে মো. মফিজুল হক, মীরসরাই সদর ইউনিয়নে মো. শামসুল আলম, মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম, কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুর ইউনিয়নে এম এম আবু সুফিয়ান, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, খৈয়াছড়া ইউনিয়নে মাহফুজুল হক, মায়ানী ইউনিয়নে কবির আহমেদ নিজামী, ওয়াহেদপুর ইউনিয়নে মো. ফজলুল কবীর, সাহেরখালী ইউনিয়নে মো. কামরুল হায়দার চৌধুরী, হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ইছাখালী ইউনিয়নে মো. নুরুল মোস্তাফা।
ঘোষিত প্রার্থীদের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এবার কেন্দ্রীয় আওয়ামী লীগ জনসাধারণের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এসময় তাকে হাইতকান্দি ইউনিয়নের জন্য পুনরায় প্রার্থী ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।