ইসলামের রীতিনীতি, কালচার, সমাজব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে দীর্ঘ ২ বছরের চেষ্টা-সাধনায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী চট্টগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হলফনামা সম্পন্ন করে মিরসরাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মো. সাইফুল ইসলাম (২২)। তার পূর্বের নাম ছিলো বিজয় দে।
সদ্য এই নওমুসলিম মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার রাউজান থানার কোয়েপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগোয়ান গ্রামের উকিল বাড়ির মদন দে ও জুতি দে’র পুত্র। বর্তমানে মিরসরাই উপজেলার করেরহাট বাজারে ফার্নিচারের দোকানের কর্মী হিসেবে নিয়োজিত আছেন।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হলফনামা সম্পন্ন করে বিজয় দে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় উপজেলার বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী হলফনামা সম্পন্ন করা মো. সাইফুল ইসলামকে পবিত্র কালেমা পাঠ করিয়ে উপস্থিত মুসল্লীদের পরিচয় করিয়ে দেন।
সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা মো. সাইফুল ইসলাম জানান, কোন রকম লোভ ও কারো প্ররোচনা ছাড়া ইসলামের রীতিনীতি, কালচার, সমাজব্যবস্থা প্রতি আকৃষ্ট হয়ে দীর্ঘ ২ বছর ধরে চেষ্টা-সাধনা করে গত ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হলফনামা সম্পন্ন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আমার আগের নাম ছিল বিজয় দে বর্তমানে আমার নাম সাইফুল ইসলাম।
সে সকলের কাছে দোয়া কামনা করেন। যাতে ইসলামে নীতিমালা মেনে চলতে পারেন।
মাওলানা নিজাম উদ্দিন আনছারী জানান, ইসলাম একটি শান্তির ধর্ম। কাউকে জোর করে নয়, যদি কেউ স্বইচ্ছায় অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আকৃষ্ট হয়। তাহলে রাষ্ট্রীয় আইন মেনে তাকে আমাদের সকলেরই সহযোগিতা করা একান্ত দায়িত্ব।