রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মরক্কো উপকূলে নৌকাডুবে ৪৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ৮:২৫ অপরাহ্ণ আপডেট: ১৪ মার্চ ২০২২ | ৮:২৫ অপরাহ্ণ
মরক্কো উপকূলে নৌকাডুবে ৪৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সাগরপথে স্প্যানিশ দ্বীপ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে মরক্কোর উপকূলে ৬১ জন অভিবাসীকে নিয়ে একটি নৌকা আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। নৌকাডুবিতে নারী ও শিশুসহ অন্তত ৪৪ জন অভিবাসনপ্রত্যাশী মৃত্যু হয়েছে। তবে, এই ঘটনা এখনও নিশ্চিত করেনি মরক্কো কর্তৃপক্ষ।

স্প্যানিশ এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস শনিবার (১২ মার্চ) জানিয়েছে, দক্ষিণ মরক্কোর টারফায়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর নারী ও শিশুসহ অন্তত ৪৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।

ডুবে যাওয়া ভুক্তভোগীদের মধ্যে তিনজন নারী ও দুই শিশুর মরদেহ পশ্চিম সাহারার প্রধান শহর লায়নের মর্গে রাখা রয়েছে। শনিবার এক টুইট বার্তায় এনজিওটি আরও জানায়, নৌকাডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সাক্ষ্যের ভিত্তিতে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে।

ক্যামিনান্দো ফ্রন্টেরাসের মতে, মরোক্কোর টারফায়া থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত স্প্যানিশ দ্বীপপুঞ্জ ক্যানারির দিকে যাওয়া অস্থায়ী নৌকাটিতে মোট ৬১ জন ছিলেন। সমুদ্র পথে ক্যানারির দিকে যাওয়া এই আটলান্টিক রুটটি তীব্র স্রোতের কারণে অত্যন্ত বিপজ্জনক।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগরে মানবপাচার ও সমুদ্র পারাপার নিয়ন্ত্রণ কঠোর হওয়ার কারণে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসীরা এই পথটি বেশি ব্যবহার করছে।

স্প্যানিশ অভিবাসন সংস্থার মতে, এর আগে ১৬ জানুয়ারি ৪৩ জন অভিবাসী টারফায়া উপকূলের কাছেই মারা যান। যাদের মধ্যে তিনটি শিশু ও ১৪ জন নারীও ছিলেন। ভুক্তভোগীদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকার নাগরিক ছিলেন। তবে এই ঘটনায় মাত্র দুটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল।
চলতি জানুয়ারির শুরুতে ক্যামিনান্দো ফ্রন্টেরাস ভুক্তভোগী অভিবাসী ও তাদের পরিবারের সাথে কথা বলে এই রুটে পুরো ২০২১ সালে ঘটে যাওয়া পরিসংখ্যান প্রকাশ করেছিল।

সংস্থাটির মতে, ২০২১ সালে সমুদ্র পথে স্পেন পৌঁছাতে গিয়ে রেকর্ড ৪,৪০৪ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে অথবা নিখোঁজ হয়েছে। যা ২০২০ সালের তুলনায় দ্বিগুন এবং ২০১৫ সালের পর সর্বোচ্চ। এসব ঘটনায় ভুক্তভোগীদের বেশিরভাগের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত বছর চল্লিশ হাজারেরও বেশি অভিবাসী মরক্কো থেকে, সমুদ্রপথে স্পেনে প্রবেশ করেছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

সংলাপ-১৪/০৩/০১৩/আ/আ

সম্পর্কিত পোস্ট