বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা !

প্রকাশ: ২ অক্টোবর ২০২১ | ৩:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২১ | ৩:৫৯ পূর্বাহ্ণ
মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা !

সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ দপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। হঠাৎ মন্ত্রীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। ঘটনা গত বৃহস্পতিবার সকালের।

দেশের গুরুত্বপূর্ণ দুই দপ্তরের মন্ত্রীদ্বয় সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের আল হারামাইন গ্রুপ অব কোম্পানি এবং আল ওয়াফা গ্রুপের কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রবাসীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

দুই মন্ত্রীও প্রবাসীকর্মীদের আমিরাতে কাজের ক্ষেত্র ও সুবিধা-অসুবিধার বিভিন্ন বিষয়দি শুনেন। চলমান সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করেন। প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করে সরকারি সকল সেবা গ্রহণেরও পরামর্শ দেন প্রবাসীদের।

এসময় দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব(শ্রম) মনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট