বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এয়ার টিকিট ভাড়া নিয়ে চলছে অরাজকতা। সিন্ডিকেটের কারণে মধ্যপ্রাচ্যের ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্ষতিগ্ৰস্ত হচ্ছেন প্রবাসীরা। এর প্রতিকার চেয়ে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ মার্চ) বাহরাইনের মহাররকে আল ওসরা রেস্টুরেন্টে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির।
বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমেদ।
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ন মানির কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, বাংলাদেশ ইয়ুথক্লাব বাহরাইনের সভাপতি আল আমিন মোহাম্মদ, সামাজিক সংগঠন উই কেয়ারের ফাউন্ডার সবুজ মিলন, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের উপদেষ্টা নুরুল ইসলাম নূর, সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক সজিব আল রাশিদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় অবদান মধ্যপ্রাচ্যে কাজ করা প্রবাসীদের। পরিবার পরিজন ছেড়ে পরদেশে স্বল্প বেতনে কাজ করে এসব প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। অথচ ২-৩ বছর পর ছুটিতে গিয়ে তাদের সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় নিজ দেশে, নিজ দেশের মানুষের দ্বারা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা সবচেয়ে বড় হয়রানির শিকার হচ্ছেন এয়ার টিকিট নিয়ে। এয়ার টিকিটের উচ্চ মূল্যের কারণে স্বল্প বেতনে চাকরি করা প্রবাসীরা ঋণ করতে বাধ্য হচ্ছেন। অনেকে টাকার ব্যবস্থা করতে না পারায় ভিসার মেয়াদ শেষ হয়ে দেশে আটকা পড়ে গেছেন।
বক্তারা এর প্রতিকার চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এয়ারলাইন্সের টিকিট বিপণন ব্যবস্থা তদারকি এবং এয়ার টিকিট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক, উই কেয়ারের ইব্রাহীম গালিব, ইউসুফ, বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সহ-সাধারণ সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক হাসান রাজুসহ বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের ক্রিকেট টিমের সদস্যরা।
পরে প্রবাসী ও দেশের মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির।
সংলাপ-১৮/০৩/০১১/আ/আ