রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা। সোমবার (৭ মার্চ) বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ কাউন্সিল (এসডিআরসি) সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বিসিক।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন; পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আব্দুল মতিন; বিসিক সচিব মো. মফিদুল ইসলাম, বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) প্রকৌশলী মো. শফিকুল আলম, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদারসহ বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মেলার স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলায় ক্রেতারা ৫০টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে পারছেন ক্রেতা সাধারণ। এ মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংলাপ/০৩/০৮/০০৩/আ/হো