চট্টগ্রামের হাটহাজারীতে শ্রমিকদের দাবি আদায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চেই এক বক্তার মৃত্যু হয়েছে। তার নাম আবু তাহের। ৪৫ বছর বয়সী এই বক্তা মঞ্চে বক্তব্যরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। গত বুধবার রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্টেশন এলাকায় এক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
ওই সময় আবু তাহের শ্রমিক নির্বাচনসহ নানা দাবিতে অনুষ্ঠানে শ্রমিকদের উদ্দ্যেশে বক্তব্য রাখছিলেন। তিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন। এবার তার সংগঠনটির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল। তার গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীরহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি স্ট্রোক করেন। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীরহাটে দাফন করা হয়।