প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ
কাতারের রাজধানী দোহা জাদিদ ইবনে হাজাম মসজিদে মজলুম ফিলিস্তিনবাসীর স্মরণে সাপ্তাহিক আল কুদস মাহফিলের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আল নূর কালচারাল সেন্টার আয়োজিত ধারাবাহিক আলোচনার এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা হোসাইন মোহাম্মদ নাইমুল হক, মাওলানা আবদুল বাছির নোমানী। প্রধান আলোচক ছিলেন সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টারের গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা, কারী ইব্রাহিম, গিয়াসউদ্দিন সহ সেন্টারের নির্বাহী সদস্যবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।
কুরআন ও হাদিসের আলোকে ফিলিস্তিনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করে ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতার আহবান জানান বক্তারা।
দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।