রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার দেশে ফিরবেন ২৮ নাবিক

প্রকাশ: ৬ মার্চ ২০২২ | ৬:১৯ অপরাহ্ণ আপডেট: ৬ মার্চ ২০২২ | ৬:১৯ অপরাহ্ণ
মঙ্গলবার দেশে ফিরবেন ২৮ নাবিক

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়া পৌঁছেছেন। রোববার (৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে। আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) তাদের দেশে ফেরার কথা রয়েছে।

গত শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মৃত হাদিসুর রহমানের মরদেহ নিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

তবে পথে একটি ফ্লোডিং ব্রিজ পড়ায় সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে ব্রিজটি খুলে দেওয়ার পরে তারা আবার রওনা দেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে তারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রোববার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেন। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন।

বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল। ভারতের মুম্বাই থেকে তুরস্ক হয়ে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে যায়। ওলভিয়া থেকে সিমেন্ট ক্লে নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে ওলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজটি। পরে গত বুধবার ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানায় বিএসসি।

সংলাপ ০৬/০৩/০০৯ আজিজ

সম্পর্কিত পোস্ট