রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ভূকম্পনে কেঁপে উঠলো দেশের মাটি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ১০:১৬ পূর্বাহ্ণ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ১০:১৬ পূর্বাহ্ণ
ভূকম্পনে কেঁপে উঠলো দেশের মাটি

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম সহ সারাদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যার স্থায়িত্বকাল ছিলো ৩০ সেকেন্ড। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯.৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৩৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ভারতের মিজোরামের সাইহা থেকে ওই এলাকার দূরত্ব ৬৩ কিলোমিটারের মত।

চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ঢাকা, বারিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগেও এ ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

সম্পর্কিত পোস্ট