সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হলে তিন মাসের জেল বা কারাদণ্ড এবং পাঁচ হাজার দিরহাম জরিমানা গুণতে হবে ওই ব্যক্তিকে। সম্প্রতি ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে এক টুইট বার্তায় এমন তথ্য দিয়েছেন আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন (পিপি)।
যে কোনো প্রকার বা উপায়ে শারীরিক বা সদর্থক সুবিধা পেতে ভিক্ষাবৃত্তিরত অবস্থায় ধরা পড়লে ২০২১ সালের ফেডারেল ডিক্রি আইন নং ৩১-এর ৪৭৫ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ এবং জরিমানা সংক্রান্ত আইনে ব্যবস্থা নেয়া হবে।
পিপি বলেছেন, ভিক্ষাবৃত্তির অপরাধকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যদি ভিক্ষুক সুস্থ থাকে এবং তার জীবনযাপনের আপাত উৎস থাকে, যদি সে আহত হওয়ার ভান করে বা তার স্থায়ী অক্ষমতা না থাকে, তৃতীয় পক্ষকে আকর্ষণ করতে ভান করে বা অন্যদের প্রভাবিত করতে প্রতারণার আশ্রয় নেয় বা অন্য কোন পন্থা অবলম্বন করে তবে সে কঠিন শাস্তি পাবে।