বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ৫:৪০ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ৫:৪০ অপরাহ্ণ
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের কাছে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সাতজন নিহত হয়েছেন।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কেদারনাথ মন্দির থেকে উড্ডয়নের পরপর গারু চাটির কাছে রুদ্রপ্রয়াগে কপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ছয় তীর্থযাত্রী এবং এক পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

যদিও উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির সিইও সি রবি শঙ্কর বলছেন, সঠিক তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এদিকে দেশটির অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সূত্র বলছে, হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওয়ার আগে বিকট শব্দ হয়েছিল।

সূত্রটি এনডিটিভিকে বলেছে, দিল্লিভিত্তিক আরিয়ান অ্যাভিয়েশনের বেল ৪০৭ হেলিকপ্টারটি (ভিটি-আরপিএন) কেদারনাথ থেকে গুপ্তকাশি যাওয়ার পথে সম্ভাব্য মেঘলা আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এবং জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট