ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ অভিনীত নতুন সিনেমা ‘ভাগ্য’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। মাহবুবুর রহমান পরিচালিত এ সিনেমায় নিপুণ জুটি বেঁধেছেন তরুণ নায়ক মুন্নার সঙ্গে।
সিনেমাটি প্রসঙ্গে নিপুণ বলেন, ‘অনেকদিন পর মুন্নার সঙ্গে নতুন আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। তার সঙ্গে পূর্বের কাজের অভিজ্ঞতা ভালো। এই কাজটিও ভালো হয়েছে। দর্শক দেখুক এটাই চাওয়া।’
মুন্না বলেন, ‘ভালোভাবে সিনেমাটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। সিনেমার গল্পটি মৌলিক। সব শ্রেণির দর্শক পছন্দ করবে।’
অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’। সিনেমাটিতে নিপুণ-মুন্না ছাড়াও অভিনয় করেছেন-মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা প্রমুখ।
সিনেমাটির কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মো. মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। নির্মিত হয়েছে হালিমা কথাচিত্র প্রোডাকশনের ব্যানারে।
উল্লেখ্য, এর আগে নিপুণ ও মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি সিনেমা করেন। উত্তম আকাশের পরিচালনায় সেটি মুক্তি পায় ২০১৮ সালে।