শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

ব্রিটেনে বেনিফিট, ডিভোর্স, বেতন নিয়ে চলতি মাসেই আইন পরিবর্তন

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২ | ১২:২০ অপরাহ্ণ আপডেট: ৭ এপ্রিল ২০২২ | ১২:২০ অপরাহ্ণ
ব্রিটেনে বেনিফিট, ডিভোর্স, বেতন নিয়ে চলতি মাসেই আইন পরিবর্তন

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি আইন ও নিয়মের পরিবর্তন করা হচ্ছে চলতি মাসে। চলতি মাস থেকে যুক্তরাজ্যে কর্মসংস্থান আইন, বিবাহবিচ্ছেদ এবং ট্যাক্স রেটের আইনের পরিবর্তন করা হচ্ছে।

দেশটিতে এইচএমআরসি পোস্ট অফিস কার্ড অ্যাকাউন্টে অর্থপ্রদান করা বন্ধ হচ্ছে। এইচএম রেভিনিউ এবং কাস্টমস ৫ এপ্রিল থেকে পোস্ট অফিস কার্ড অ্যাকাউন্টে অর্থপ্রদান করা বন্ধ করেছে।

দেশটিতে বেনিফিট পেমেন্ট পাওয়ার জন্য গ্রহীতাকে একটি বিকল্প অ্যাকাউন্ট বেছে নিতে হবে এবং তাদের বিবরণ আপডেট করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী এইচএমআরসি-কে নতুন অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ না জানানো পর্যন্ত পেমেন্ট বন্ধ থাকবে।

অন্যদিকে চলতি মাস থেকে গাড়ির ট্যাক্স বৃদ্ধি পাবে। যানবাহনের আবগারি শুল্ক, যা সাধারণত গাড়ির ট্যাক্স হিসাবে পরিচিত। এই আবগারি শুল্ক মুদ্রাস্ফীতির খুচরা মূল্য সূচক পরিমাপের সাথে সঙ্গতি রেখে বাড়বে।

যুক্তরাজ্যে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইনের পরিবর্তন হয়েছে ৬ এপ্রিল থেকে। নতুন আইন অনুযায়ী ব্যক্তিকে বিচ্ছেদ করতে হলে কারণ দর্শাতে হবে না। বিবাহ বিচ্ছেদ সহজ করতেই নতুন এই উদ্যোগ। একই সাথে এই উদ্যোগের কারণে পরিবারের মাঝে দ্বন্দ্ব ও প্রতিহিংসা কমবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

এছাড়া জাতীয় ন্যূনতম মজুরি এপ্রিল থেকে বেড়েছে এবং ঘণ্টায় বেতনে অতিরিক্ত ৮২ পেন্স যোগ করা হয়েছে। নতুন এই বেতন বৃদ্ধির কারণে বছরে ১০০০ পাউন্ড করে বাড়বে কর্মীদের।

১ এপ্রিল থেকে, ২১-২২ বছর বয়সীদের জন্য ওয়ার্কিং আওয়ার রেট ৮.৩৬ পাউন্ড থেকে বেড়ে প্রতি ঘণ্টায় ৯.১৮ পাউন্ড হয়েছে। ২৩ এর বেশি বয়সীদের জন্য মজুরি ৯.৫০ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি হয়েছে।

এদিকে ১ এপ্রিল থেকে, যুক্তরাজ্যকে তার ২০৫০ সালের জলবায়ু প্রতিশ্রুতি পূরণে সহায়তা করার জন্য লাল ডিজেল এবং রিবেটেড জৈব জ্বালানি অবৈধ হয়ে যাবে। ফাইন্যান্স অ্যাক্ট ২০২১-এ প্রণীত হিসাবে, কর্পোরেশন করের হার ২০২২-২৩ এর জন্য ১৯%-এ থাকবে, কিন্তু তারপর ২৫০০০০ পাউন্ডের বেশি লাভের ক্ষেত্রে ২০২৩ সালের এপ্রিল থেকে ২৫% বৃদ্ধি পাবে৷

সংলাপ-০৭/০৪/০০২/আ/আ

সম্পর্কিত পোস্ট