শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ব্রাজিল ক্লাবের টিম বাসে বিস্ফোরণ, রক্তাক্ত ৩ ফুটবলার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:০৬ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ২:০৬ অপরাহ্ণ
ব্রাজিল ক্লাবের টিম বাসে বিস্ফোরণ, রক্তাক্ত ৩ ফুটবলার

ব্রাজিলের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব বাহিয়া। বৃহস্পতিবার খেলতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দলটি। সাম্পাইও কোররেয়ার বিপক্ষে আঞ্চলিক কাপের ম্যাচ খেলতে সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমা বিস্ফোরিত হয়। এতে দলটির তিন জন খেলোয়াড় আহত হয়েছে।

ক্লাবটি জানিয়েছে, সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছার পর বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। এতে দলটির গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে আঘাত পান। তাকে নিতে হয় হাসপাতালে। আরো আহত হন লেফট-ব্যাক মাথেউস বাহিয়া ও ফরোয়ার্ড মার্সেলো সিরিনো। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। সিটে রয়েছে রক্তের দাগ।

গোলরক্ষক ফের্নান্দেস ভালো আছেন বলে জানিয়েছে বাহিয়া। তবে মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়েছে। ওই ঘটনার পরও বাহিয়া ম্যাচটি খেলেছে। সেই ম্যাচে বাহিয়া জয় পায় ২-০ গোলে। ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ায় খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা করেছেন দলটির কোচ গুতো ফেরেইরা। তবে কে বা কারা এই বোমা বাসে রেখেছে, সেটি সম্পর্কে কিছুই জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট