ফুটবলে চিরশত্রু বললেই ভাবনায় চলে আসে আর্জেন্টিনা-ব্রাজিলের নাম। শক্তি-সামর্থ্যে এই দুদল ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান’। চলতি কাতার বিশ্বকাপে ব্রাজিল ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে প্রথম পর্ব পেরুনো নিয়ে কোণঠাসা অবস্থায় আছে আর্জেন্টিনা।
আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেসির দল। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এ অবস্থায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনির কাছে প্রশ্ন ছিল, নিজের দল ছিটকে গেলে বিশ্বকাপে কাকে সমর্থন করবেন?
এই প্রশ্নের কৌশলী উত্তর দিয়েছেন মেসিদের ক্লাসের হেড মাস্টার। স্কালোনি বলেন, ‘আমি একজন দক্ষিণ আমেরিকান সুতরাং চাইব সেখানকার কোনো একটা দল বিশ্বকাপ জিতুক। আমি খুশি যে ব্রাজিল নকআউট পর্ব নিশ্চিত করেছে। তারা সত্যিই ভালো করছে এবং আমি তাদের অভিনন্দন জানাই।’
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহায় পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জিততেই হবে তাদের, আর ড্র করলে সৌদি আরব ও মেক্সিকো ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।