শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ব্যালন ডি’অর জয়ী দ্বিতীয় ফরাসি বেনজেমা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ
ব্যালন ডি’অর জয়ী দ্বিতীয় ফরাসি বেনজেমা

১৯৯৮ সালে প্রথম ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন জিনেদিন জিদান। দুই যুগ পর দ্বিতীয় ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন করিম মুস্তাফা বেনজেমা। শুধু তাই নয়, ব্যালন ডি’অরের ৬৬ বছরের ইতিহাসে দ্বিতীয় ফরাসি হিসেবে বর্ষসেরার সোনালি ট্রফিটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা।

প্রথম ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন জিনেদিন ইয়াজিদ জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ সময় কাটান ফরাসি এই স্ট্রাইকার। ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল। তার দুর্দান্ত পারফরম্যান্স ও অধিনায়কত্বে রিয়াল মাদ্রিদ জেতে চ্যাম্পিয়ন্স লিগ আর স্প্যানিশ লা লিগার শিরোপা। সোমবার রাতে নিজের আইকন জিদানের হাত থেকে পুরস্কার নেন ৩৪ বছর বয়সী বেনজেমা।

বেনজেমা ছাড়াও আরও দুই মুসলিম ফুটবলার সেনেগালের সাদিও মানে ও মোহামেদ সালাহও ছিলেন এবারের ব্যালন ডি’অরের জয়ের আলোচনায়।

সম্পর্কিত পোস্ট