শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বিসিকের সভাপতি সরকার জামান, সম্পাদক মাসুম

প্রকাশ: ৯ মার্চ ২০২২ | ১:১৪ অপরাহ্ণ আপডেট: ৯ মার্চ ২০২২ | ১:১৪ অপরাহ্ণ
বিসিকের সভাপতি সরকার জামান, সম্পাদক মাসুম

দক্ষিণ কোরিয়ার একক সমন্বিত ও বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার (বিসিকে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সরকার জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফজলুর রহমান মাসুম।

গত রোববার ৬ মার্চ দক্ষিণ কোরিয়ার আনসান শহরের আশিয়ানা রেস্টুরেন্টে বিদায়ী সভাপতি এম জামান সজল এর সভাপতিত্বে ও মো. হাসিবুল কবিরের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিসিকের সাবেক সাধারণ সম্পাদক এম এন ইসলাম, ছোটন এম আই, আসাদুজ্জামান ভূঁইয়া জুয়েল, ইমন রহমান অহি, মোহাম্মদ জাহাঙ্গীর, তৌফিকুর রহমান তৌফিক, মুহাম্মদ অহীদুল্লা ভূঁইয়া, শাহ আলম তিতাস, মো. মোশারফ হোসেন, কাউসার শেখ, মো. মাসুদ মিয়া, জাহিদ মিজান ও মিজানুর রহমান।

নির্বাচন পরিচালনা করেন এম জামান সজল, এম এন ইসলাম, ইমন রহমান ও হাসিবুল কবির প্রমুখ।

ব্র্যান্ডিং বাংলাদেশের প্রত্যয় নিয়ে জন্ম নেওয়া বিভিন্ন পেশার কোরিয়া প্রবাসী বাংলাদেশিদের কমন প্লাটফর্ম বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার ২০২২-২০২৩ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে সরকার জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে ফজলুর রহমান মাসুম কে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সভাপতি সরকার জামান এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাসুম উভয়ে এর আগে বিসিকের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সরকার জামান দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সাধারণ সম্পাদক ফজলুর রহমান মাসুম সাবেক ইপিএস কোরিয়া বাংলা কমিউনিটির সভাপতি ও ২০০৮ সাল থেকে দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত।

কোরিয়া প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে এই সংগঠনটি দীর্ঘদিন ভূমিকা রাখার পাশাপাশি দেশেও নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। কোরিয়ার প্রবাসীদের আশা বিসিকের নতুন নেতৃত্বের মাধ্যমে আরও গতিশীল হবে তাদের নানা কর্মকাণ্ড।

উল্লেখ্য, কোরিয়ায় সব পেশার প্রবাসীদের নিয়ে একক একটি সংগঠন তৈরির লক্ষ্যে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর একটি সমন্বয় কমিটি গঠিত হয়। সমন্বয় কমিটির অধীনে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে বিসিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংলাপ /০৩/০৯/০০৩ আ/আ

সম্পর্কিত পোস্ট