বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‌্যালি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২২ | ১:৩২ অপরাহ্ণ আপডেট: ৭ এপ্রিল ২০২২ | ১:৩২ অপরাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির র‌্যালি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ প্রতিপাদ্য সামনে রেখে পল্টন থেকে হাইকোর্ট মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এ র‌্যালি। র‌্যালির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

র‌্যালিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। করোনার সময় চিকিৎসা না পেয়ে মানুষ জীবন দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালে সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি। নানা ধরনের অরাজকতা তৈরি হয়েছে। স্বাস্থ্য খাতের নৈরাজ্য বিএনপি বারবার তুলে ধরেছে।

র‌্যালিতে আরও অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

সম্পর্কিত পোস্ট