সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপ শেষে নেইমারদের ছেড়ে যাচ্ছেন তিতে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৩৩ অপরাহ্ণ
বিশ্বকাপ শেষে নেইমারদের ছেড়ে যাচ্ছেন তিতে

চলতি বছরের শেষে অনুষ্ঠিত হচ্ছে কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপের খেলা শেষে বাজ্রিল দলের কোচের পদ থেকে সরে যাবেন তিতে।

ব্রাজিলিয়ান একটি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতে বলেন, ‘আমি ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্তই দায়িত্বে থাকছি। ’

জানা গেছে, ২০১৬ সালে ব্রাজিল দলের দায়িত্ব নেন তিতে। তিতের অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। এরপর চার বছরের নতুন চুক্তি করেন তিনি। তার অধীনেই ২০১৯ কোপা আমেরিকা শিরোপা জয় করে ব্রাজিল।

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়েও দুর্দান্ত ফর্মে আছে সেলেকাওরা। কোনো ম্যাচ না হেরেই ইতোমধ্যে কাতারের টিকিট কেটে রেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের হট ফেভারিট দল তিতের ব্রাজিল।

এখন পর্যন্ত তিতের অধীনে ব্রাজিল ৭০টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫১টি, ড্র ১৪ এবং হেরেছে মাত্র পাঁচটি ম্যাচ।

সম্পর্কিত পোস্ট