বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণ, লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার

প্রকাশ: ৭ নভেম্বর ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ
বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণ, লঙ্কান ক্রিকেটার গ্রেপ্তার

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই বাজে পারফরম্যান্সের নজির গড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছিটকে গেছে সেমিফাইনালের আগেই। এবার দেশে ফেরার বিমানে ওঠার আগেই ভয়ানক এক দুঃসংবাদ পেল লঙ্কানরা। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দলের টপ অর্ডার ব্যাটার দানুশকা গুনাথিলাকা।

গত শনিবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের পর তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দেশে ফিরছে শ্রীলঙ্কা দল। তবে দলের সঙ্গে দেশে ফেরা হচ্ছে না গুনাথিলাকার। অস্ট্রেলিয়াতেই আইনের মুখোমুখি হতে হবে তাকে।

এর আগে ২০১৮ সালে গুনাথিলাকার বিরুদ্ধে নরওয়েজিয়ান এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সে সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও তাকে বরখাস্ত করে। বিচারিক প্রক্রিয়ায় সেই অভিযোগ প্রমাণ না হওয়ায় অব্যাহতি পান তিনি। তারপর দলেও ফেরেন।

সম্পর্কিত পোস্ট