কাতার বিশ্বকাপের টিকিট পেল সৌদি আরব ও জাপান। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে বৃহস্পতিবার (২৪ মার্চ) ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো জাপান।
অপরদিকে ফেব্রুয়ারির ১ তারিখে জাপানকে সমান ব্যবধানে হারিয়ে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সৌদি আরব।
এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জাপান। এক ম্যাচ কম খেলে ৬ জয় ১ ড্র ও ১ হারে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান সৌদি আরবের। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টায় চীনের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে দেশটি।
এর আগে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপের দুই দল ইরান ও দক্ষিণ কোরিয়া। বাছাইপর্বের প্লে-অফে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় ও ‘বি’ গ্রুপের তৃতীয় দল। জাপানের কাছে হেরে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চলের প্লে-অফ জয়ী দল মুখোমুখি হবে লাতিন অঞ্চলের বাছাইয়ের পঞ্চম হওয়া দলের বিপক্ষে।
সংলাপ-২৩/০৩/০০৮/আ/আ