বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বিমানবাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৩২ অপরাহ্ণ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৩২ অপরাহ্ণ
বিমানবাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীর ৬০তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী ১৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বগুড়াতে বাংলাদেশ বিমানবাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ডে এটি অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, ৬০তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ শাদমান আলী সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো। যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ বৈমানিকদেরকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।
এর আগে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মেহেদী হাসান প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম এবং বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেনসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট